54 বার পঠিত
বিএনপি ও জামায়াতে ইসলামীর সমাবেশ ঘিরে উত্তেজনার মধ্যে কাকরাইলে বাস ও পিকআপ ভাঙচুর করেছেন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (২৮ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে কাকরাইল মোড়ে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
গাড়ির চালক করিম বলেন, বৈশাখী পরিবহনের গাড়িটি সাভার থেকে বাড্ডা চলাচল করে। গুলশান বাড্ডা হয়ে যাত্রী নিয়ে সাভার যাওয়ার পথে কাকরাইল মোড়ে বিএনপির একটি মিছিল থেকে গাড়িটি ভাঙচুর করা হয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, বাসটি ভাঙচুরের পর সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। রমনা সার্কিট হাউসের সামনেও একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
দুপুরের পর বায়তুল মোকাররমের দক্ষিণ আওয়ামী লীগও সমাবেশ ডেকেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতা–কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসতে শুরু করেছে।