1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
কাউখালীতে শিক্ষকের উপর হামলায় বিচারে দাবিতে মানবন্ধন - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৫ পূর্বাহ্ন

কাউখালীতে শিক্ষকের উপর হামলায় বিচারে দাবিতে মানবন্ধন

কাউখালী প্রতিনিধি
  • প্রকাশ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

 32 বার পঠিত

কাউখালীতে শিক্ষকের উপর হামলার

বিচারের দাবীতে শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের সাধারণ জনগন রাস্তায় এসে  এক মানববন্ধন করে ও দোষীদের বিচারে দাবি জানায়।জানাগেছে আজ রবিবার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা বাজারে দুপুরে দিকে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়ছে।

এ সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বেতকা গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শারমিন আক্তার, সহ—সভাপতি ফারুক হোসেন শেখ, অভিভাবক সানজিদা বেগম ও রাজিব হাওলাদারসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য গত বৃহস্পতিবার বেতকা গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ৪র্থ শ্রেণির ইংরেজী পরীক্ষা চলাকালীন সময়, ঐ শিক্ষক শিক্ষার্থীকে পরীক্ষার হলে প্রশ্নের উত্তর না বলে দেওয়ায় চড়াও হলে শিক্ষার্থীর ভাইয়েরা ওৎ পেতে থেকে ঐ শিক্ষক যোহরের নামাজ পড়ার জন্য বেতকা বাজারের জামে মসজিদে গেলে, নামাজ শেষে বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে মুঈনের চায়ের দোকানের মধ্যে টেনে হিঁছড়ে নিয়ে, পূর্ব বেতকা গ্রামের মোঃ ফারুক খানের ছেলে মোঃ সজিব খান (২২),ও মোঃ আলকাজ খানের ছেলেরা মোঃ মহসিন ওরফে মিন্টু (২৮), মোঃ ইয়াসিন খান (২০) এরা শিক্ষক মু আবু হানিফের শারীরিক ও মানুসিক মারধর করে, এবং বিভিন্ন হুমকি দমকি ভয়ভীতি প্রদান করে। এসময় তারা শিক্ষকে হুমকি দেয় পরবর্তীতে বিষয়টি দেখে নেওয়ার কথা বলতে বলতে চলে যায়।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park