কাউখালী প্রতিনিধি> কাউখালীতে এস এস সি পরীক্ষার্থী নিখোজ হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে গত শুক্রবার ৩ জুন উপজেলার নাঙ্গুলী গ্রামের মোঃ জাকির হোসেনের মেয়ে লিমা আক্তার (১৬) সকালে কেউন্দিায়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক আসলাম গাজীর কাছে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ী থেকে বের হলে আর বাঢ়েিত ফেরে নাই।
তার বাবা আতœীয় স্বজনসহ বান্ধবীদের বাড়ীতে খোজ খবর নিলে কন্যার কোন সন্ধ্যান না পেয়ে,বিকালে কাউখালী থানায় একটি সাধারন ডায়েরী করেন।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইন্সর্চাজ বনী আমিন বলেন আমরা বিষয়টি ডায়েরীভুক্ত করেছি, উদ্বারের জন্য খোজাখুজি চলছে যথা সম্ভাব সন্ধ্যান পাওয়ার জন্য চেষ্টা করছি।