1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামাল পুরে সেঞ্চরীর পথে কাঁচা মরিচ,ক্রেতারা দিশেহারা।  - দৈনিক দেশেরকথা
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু,৪০৩ জন হাসপাতালে ভর্তি গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তর করে তুলে ধরা হবে ১৬ বছরের গুম, খুন, নির্যাতনের সামগ্রিক চিত্র চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ চট্টগ্রামে জাহাজ কাটার সময় বিস্ফোরণ, ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার এক সপ্তাহ পরেও যে কারণে পর্যটক নেই শ্যামলীতে আবাসিক হোটেলে শিক্ষার্থীদের অভিযান, হামলা, ৩ শিক্ষার্থী আহত ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে বিজিবি অনুরোধ পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় পিলখানায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি সাবেক সেনাপ্রধান জেনারেল মইনের পিরোজপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

জামাল পুরে সেঞ্চরীর পথে কাঁচা মরিচ,ক্রেতারা দিশেহারা। 

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ শনিবার, ৬ আগস্ট, ২০২২

 144 বার পঠিত

জামাল পুর প্রতিনিধি> সারাদেশে ন‍্যায় জামালপুরের ও কোন ভাবে নিয়ন্ত্রণে আসছেনা নিত‍্যপ্রয়োজনিয় দ্রবের দাম দিনদিন বেডেই চলেছে।আলোচিত পেঁয়াজের ঝাজ ঠিক থাকলেও দ্রব‍্য মূল‍্যের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে কাঁচা মরিচ।   

জামালপুর জেলার ৬৮ ইউনিয়নে বিভিন্ন হাট বাজারে কাঁচা মরিচে ঝাজ বেডেই চলেছে। তেলের পর এবার  কাঁচা মরিচে দাম আকাশ ছুয়া। মরিচ কিনতে ক্রেতা সাধারণ  হিমশিম খাচ্ছে। গরিব নিম্নবিত্ত আয়ের লোকজন কাঁচা মরিচ তরকারিও ভত্তায়  বিকল্প হিসাবে শুকনো মরিচ ব‍্যবহার করছে। কাঁচা মরিচের দাম বৃদ্ধি  পাশাপাপাশি  শুকনো মরিচের দাম বেডে গেছে।জামালপুরের  কাঁচা মরিচ ব‍্যবসায়ীরা নানা  অজুহাতে দেখিয়ে বেশী হাক্কাছে। 

গত সপ্তাহে ১৩০থেকে ১৪০টাকা কেজি বিক্রি হলেও চলতি সপ্তাহে তা বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। ( ৫ আগস্ট) সদর  উপজেলার নান্দিনা,শরিফপুর, গোদাশিমলা, শাহবাজপুর ও তুলসীপুর বাজারসহ বিভিন্ন হাট বাজার ঘুরে এমন দৃশ্য দেখা যায়। শুধু কাঁচা মরিচ নয় দাম বেড়েছে অন্যান্য সবজির।

গত সপ্তাহে চিচিঙ্গার দাম ছিল ৩০-৩৫ টাকা, এ সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকায়, বেগুনের দাম ছিল ১৫-২০ টাকা, এ সপ্তাহে বেড়ে হয়েছে ৩০ টাকা। পটল, বটবটি,  পেঁপে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে ।

সদরের শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা বাজারের আকবর আলী  বলেন, ‘গত সপ্তাহে কাঁচা মরিচ কিনলাম ১৩০ টাকা কেজি করে। এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। নানা অজুহাতে কাঁচা মরিচের মত অন্যান্য সবজির দামও বাড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা।

উপজেলার নান্দিনা হাঁটের সবচেয়ে বড় কাঁচা মরিচ বিক্রেতা ( আড়ৎ) আব্দুল  করিম  জানান,পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি জন্য ,  আমরাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে যে পরিমাণ কাঁচা মরিচ বাজারে আসার কথা  তা চাহিদার তুলনায় অনেক কম। চাহিদা ও সরবরাহের ঘাটতির কারণে কাঁচা মরিচ ও সবজির  দাম বেড়েছে।  বাজারে আমদানি বেশি হলে,   দাম কমার সম্ভাবনা আছে। আসবে বলে  জানান ।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park