132 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি> নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা আ.লীগের আয়োজনে মঙ্গলবার রাত ৮টায় স্টেডিয়াম মাঠে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
৮ ইউপি’র আ.লীগের মনোনীত প্রার্থীর নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা আ.লীগের সভাপতি জাকির হোসেন বাবুল এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান এর সঞ্চালনায়, এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নীলফামারী-২ এর সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, নীলফামারী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মমতাজুল হক, জেলা সদর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদ মাহমুদ, জেলা সদর আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী (পাইলট), জেলা শাখার আ.লীগের সদস্য রফিকুল ইসলাম (সাজু)সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আসাদুজ্জামান নূর বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর বর্তমান, ভবিষ্যতের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই, এজন্য আ.লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, আ.লীগ সুষ্ঠ নির্বাচনে বিশ্বাসী, তাই সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের আহ্বান জানান।