1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
কয়রা কালনা মাদ্রাসায় জামায়াতের সবক ও দােয়া অনুষ্ঠিত - দৈনিক দেশেরকথা
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম হাসিনাসহ খুনিদের বিরুদ্ধে আবারো রাজপথে নামতে ও জীবন দিতে প্রস্তুত আছি: সারজিস আলম কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ  অনুষ্ঠিত  ত্রিপুরা-কলকাতার হাইকমিশনারকে ফেরানো হলো ঢাকায় জিংক ধানের সম্প্রসারণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্রণী কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ সদরপুরে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সিস্টেম শক্তিশালী করণ বিষয়ক সভা  ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা প্রায় ৪৩ মাস পর জামিনে মুক্তি পেলেন বাবুল আক্তার খাগড়াছড়িতে পরিবেশ প্রকৃতিবান্ধব নিরাপদ চাষাবাদে  কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত -সঞ্চিত  অর্থে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

কয়রা কালনা মাদ্রাসায় জামায়াতের সবক ও দােয়া অনুষ্ঠিত

কয়রা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

 40 বার পঠিত

খুলনার কয়রা উপজেলার কালনা আমিনিয়া মাদরাসায় কামিল (স্নাতকোত্তর) হাদিস বিভাগের ১ম সবক ও দােয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টায় কালনা আমিনিয়া মাদরাসার হলরুমে কামিল (স্নাতকোত্তর) হাদিস বিভাগে মাদ্রাসা ও জামায়াত ইসলামীর উদ্যোগে সবক ও দোয়া অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশ জামায়াত ইসলামীর কেদ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিতি হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়ােগ করতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। কালনা মাদরাসা থেকে শিক্ষা গ্রহণ করে অনেকে দেশের বিভিন্ন গুরত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছে। সেজন্য শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনেে মনাযােগী হতে হবে। তিনি প্রকৃত মানুষ হিসাব নিজেক গড়ে তুলতে মােবাইল ফােন ব্যবহার পরিহার করার জন্য শিক্ষার্থীদের আহবান জানান।

সবক ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী। কালনা আমিনিয়া মাদরাসার উপধ্যাক্ষ এম মহিববুল্লাাহ ও সহকারী অধ্যপক এম আইয়ুব আলীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেদ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করন খুলনা জলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গােলাম সরয়ার, খুলনা নেছারিয়া মাদরাসার উপাধাক্ষ মাওলানা ডিএম নুরুল ইমলাম, কালনা আমিনিয়া মাদরাসার সাবক উপাধাক্ষ মাওলানা আব্দুল গনি, কয়রা উপজেলা জামায়াতের সেক্রটারী মাওলানা সাইফুল্যাহ, সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, মাওলানা আব্দুর রশিদ ইসলামপুরী, কালনা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা শাহাবাজ আলী, মাওলানা জাকারিয়া হুসাইন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম শরিফুল আলম প্রমুখ।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park