216 বার পঠিত
কমলগঞ্জ প্রতিনিধি>পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ৭৯২টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জুন ) দুপুরে কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এসব চাল বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন- কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন , কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী,
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।