কমলগঞ্জ প্রতিনিধি>প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহব্বানে জাতীয় বৃক্ষ রোপন সাপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির কর্মসুচির আলোকে মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন মন্দিরে বৃক্ষ রোপন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় কমলগঞ্জ পূজা উদযাপন পরিষদের উদ্দ্যোগে ভানুগাছ বাজারে কেন্দ্রীয় দূর্গাবাড়ি প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধি গানের চারা রোপন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস,সহ সভাপতি ধীরেন্দ্র কুমার ধর, বাবুল কর, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রতুষ ধর, দপ্তর সম্পাদক সজল শীল, গণসংযোগ সম্পাদক নির্মল এস পলাশ প্রমুখ।
এছাড়াও কমলগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নের বিভিন্ন মন্দির দেবালয়ে বৃক্ষ রোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়।