324 বার পঠিত
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কটিয়াদী উপজেলায় ২১ মে ২০২৪ (মঙ্গলবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২ লক্ষ ৭২ হাজার ৬৪৪ ভোটার অধ্যুষিত জনবহুল উপজেলায় ১০১ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। প্রাপ্ত তথ্য মতে, চেয়ারম্যান পদে মঈনুজ্জামান অপু (ঘোড়া প্রতীকে) ৪৪৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলী আকবর (সাবেক উপজেলা চেয়ারম্যান) পেয়েছেন(দোয়াত কলম প্রতীকে) ১৯৮৮৭ ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বদরুল আলম নাঈম (চশমা প্রতীকে) ৪৩০৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার পেয়েছেন (তালা প্রতীকে) ২৯৪৫৮ভোট। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে সাথী বেগম (কলস প্রতীকে) ৩৮৭৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকসানা আক্তার পেয়েছেন (ফুটবল প্রতীকে) ৩০৩৩৮ ভোট।গত ২১ এপ্রিল ছিলো মনোনয়নপত্র দাখিল এর শেষ দিন,যাচাই-বাছাই এবং প্রত্যাহার শেষে গত ২ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। এই নির্বাচনে মোট ১৭ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন, এর মধ্যে চেয়ারম্যান পদে ০৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ০৭ জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২১ মে (মঙ্গলবার) সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।বিচ্ছিন্ন কিছু বিশৃঙ্খলা ছাড়া সবগুলো কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে আশানুরূপ ভোটার কেন্দ্রে না আসার কারণ হিসেবে প্রার্থীরা বুরো মৌসুম এবং উষ্ণ আবহাওয়াকে দায়ী করেছেন।