86 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি> কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে।
২৬ আগষ্ট শুক্রবার রাতে কটিয়াদী পৌর এলাকার কামারকোনা এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ ২ জন আসামি গ্রেফতার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন কটিয়াদী মডেল থানার এসআই মো. জাকির হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার কৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইগরতলি গ্রামের চান মিয়ার ছেলে লিটন মিয়া (২২)। হবিগঞ্জ সদরের মাছলিয়া এলাকার শ্রী ননী সাহার ছেলে শ্রী বিপুল সাহা।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) এসএম শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।