138 বার পঠিত
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা মে) উপজেলা সদরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কটিয়াদী উপজেলা শাখা এবং উপজেলা রাজমিস্ত্রি ও সহযোগী রাজমিস্ত্রি উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে কটিয়াদী নদীর বাঁধ থেকে পৃথক পৃথক বর্ণাঢ্য র্যালী বের করে কটিয়াদী থানার মোড় হয়ে বাসষ্ট্যান্ড প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে। রাজমিস্ত্রী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ আঃ হামিদের সভাপতিত্বে আলোচনা করেন প্রধান অতিথি কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ এবং উপজেলা সমবায় অফিসার মোঃ জিল্লুর রহমান খান সহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভায় বক্তব্য রাখেন,
কটিয়াদী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহমুদুল হাসান, ছাইদুল হক বিএসসি, মাওঃ জসিম উদ্দিন,
সভাপতি শহিদুল ইসলাম দুলাল,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সহ-সভাপতি শফিকুল ইসলাম মোড়ল,সহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতিবৃন্দ বক্তব্য রাখেন।