1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেলো ট্রেন - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:৫৩ অপরাহ্ন

কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেলো ট্রেন

এম মনির চৌধুরী রানা
  • প্রকাশ রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

 47 বার পঠিত

কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল আনুষ্ঠানিক উদ্বোধনের আগে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন পরিদর্শন ও পর্যবেক্ষণে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে বিশেষ ট্রেন। আজ রবিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় বিশেষ ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যায়। ট্রেনটিতে রেলওয়ে পরিদর্শন বিভাগের একটি বিশেষ টিম রয়েছে। তারা দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন এবং বিভিন্ন স্টেশন পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। বিকেল ৫টায় ট্রেনটি কক্সবাজার স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম বলেন, কক্সবাজার পর্যন্ত রেল এখন আর স্বপ্ন নয়। এটি এখন বাস্তবতা।

 আগামী ১১ নভেম্বর শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী-কক্সবাজার রেললাইন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর আগে, রবিবার বিশেষ টিম নিয়ে ট্রেন চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তিনি আরও বলেন, ট্রেনটি চালাচ্ছেন লোকোমাস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান এবং সহকারী লোকোমাস্টার হিসেবে আছেন রুখন মিয়া। ট্রেনে একাধিক গার্ড, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য (আরএনবি), রেল ট্র্যাক সংক্রান্ত রেলকর্মী, প্রকৌশল, বাণিজ্যিক ও পরিবহন বিভাগের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।জানা যায়, সকাল ৯টায় ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতু অতিক্রম করেছে। 

বর্তমানে ট্রেনটি দোহাজারী অতিক্রম করে কক্সবাজারের পথে রয়েছে। ট্রেনটি কক্সবাজার পৌঁছার পর কর্মকর্তারা সেখানেই অবস্থান করবেন। আগামীকাল একই টিম কক্সবাজার রেলস্টেশন ইয়ার্ড পরিদর্শন করবেন। আগামী ৭   নভেম্বর মঙ্গলবার  সকাল ৭টায় একই টিম নিয়ে বিশেষ ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park