42 বার পঠিত
খুলনার রূপসা থানাধীন সেনের বাজারের রাজপুর এলাকায় পপলুর জুটমিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার বিকেলে এই আগুনের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে হঠাৎ করেই পাট গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে জানা গেছে, আগুনের খবর পেয়ে খুলনা, রূপসা ও টুটপাড়া ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপনে কাজ শুরু করেছে।
এদিকে, খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে। আরও বেশ কিছু ইউনিট রওনা হয়েছে। এই মুহূর্তে আগুন লাগার কারণ জানানো সম্ভব নয়।