1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
এডভান্স কেমিক্যাল বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কুবির রসায়ন বিভাগের সেমিনার - দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন

এডভান্স কেমিক্যাল বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কুবির রসায়ন বিভাগের সেমিনার

আল মাসুম হোসেন
  • প্রকাশ সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

 118 বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রসায়ন বিভাগের উদ্যোগে ‘ইন্টারন্যাশানাল সেমিনার অন রিসেন্ট এডভান্স ইন কেমিক্যাল সাইন্স এন্ড টেকনোলজি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ অক্টোবর) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে সারা দিনব্যাপী সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়কে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রধান শর্তই হলো গবেষণায় গুরুত্ব দেওয়া। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই গবেষণায় গুরুত্ব আরোপ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এই রকম সুন্দর আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এই সেমিনারের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারবে এবং গবেষণা করতে অনুপ্রাণিত করবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির হেনরিক-হেইন ইউনিভার্সিটি অধ্যাপক ড. ক্রিস্টোপ জেনিয়াক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.খলিফা মোহাম্মদ হেলাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল্লাহসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park