170 বার পঠিত
আগামী ২৪ শে নভেম্বর প্রথমবারের মতো নজরুল বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ কর্তৃক চালু হচ্ছে এইচ আর এওয়ার্ড।
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচ আর এম) বিভাগ কর্তৃক আয়োজিত হবে এইচ আর কার্নিভাল।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এর প্রেসিডেন্ট জনাব মোঃ আমিনুল হক শামীম।
অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটু। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি জনাব সৌমিত্র শেখর।
কেক কেটে, বেলুন উরিয়ে এবং রেলির মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হবে। তারপর থাকবে আলোচনা পর্ব। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আলোচনার পর থাকবে এওয়ার্ড গিভিং সিরিমনি।
প্রথমবারের মতো এই অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে এইচ আর এওয়ার্ড। এবছর এই পুরস্কারটিতে ভূষিত হবে তিন জন ব্যাক্তি।
প্রথমজন হলেন জনাব তানভীর আহমেদ মিশু , প্রতিষ্ঠাতা ও ব্যাবস্থাপনা পরিচালক- নগদ। দ্বিতীয়জন হলেন জনাব এস এম ফারুক হাসান, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান – প্রতিক গ্ৰোপ। পুরষ্কার পেতে যাওয়া তৃতীয় ব্যাক্তি হলেন জনাব এ আর খান আখির , ব্যাবস্থাপনা পরিচালক – ম্যাক টেক্স গ্ৰোপ।
তারপর দুপুরের লাঞ্চ ও লাঞ্চের পর সৃতিচারন পর্ব এবং অবশেষে বিকাল থেকে সন্ধা পর্যন্ত চলবে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠান সম্পর্কে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচ আর এম) বিভাগের বিভাগীয় প্রধান জনাব রেজওয়ান আহমেদ শুভ্র বলেন এইচ আর কার্নিভাল হবে
বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের একটি মেলবন্ধন। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিভাগের সাবেক শিক্ষার্থীরা ও।
এর মাধ্যমে বিভাগের বর্তমান শিক্ষার্থীরা সাবেক শিক্ষার্থীদের সাথে যোগসূত্র তৈরীর সুযোগ পাবে।
উল্লেখ্য বর্তমান আধুনিক বিশ্বে বহুল আলোচিত একটি সাবজেক্ট হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচ আর এম) অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা যা বিবিএ ফ্যাকাল্টির অন্তর্ভুক্ত একটি সাবজেক্ট।
মানব সম্পদ ব্যবস্থাপনা আধুনিক বিশ্বের একটি চৌকস চাকুরী ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। তবে বাংলাদেশে এর জনপ্রিয়তা এবং ক্ষেত্র একেবারেই নতুন বলা চলে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বর্তমানে বাংলাদেশে এ পেশার চাহিদা দিন দিন বাড়ছে। প্রতিষ্ঠানের কর্মীদের কর্মক্ষমতার যথার্থ ব্যবহারের লক্ষ্য নিয়ে বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোতেও ‘মানব সম্পদ ব্যবস্থাপনা’ বিভাগের উপর জোর দেওয়া হচ্ছে।
বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে সর্বপ্রথম এইচআরএম চালু হয় নজরুল বিশ্ববিদ্যালয়ে। পর্যায়ক্রমে আরো দু-তিনটা বিশ্ববিদ্যালয়ে চালু হয় এই সাবজেক্টটি। বাংলাদেশে চাকরির বাজারে যে পরিমাণ এইচআরএম গ্র্যাজুয়েট দরকার তার চেয়ে অনেক কম রয়েছে এর যোগান।
এইচআরএম বিভাগ থেকে পড়াশোনা শেষ করেই প্রতিবছরই উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট দেশের বিভিন্ন দেশীয় এবং বহুজাতিক কোম্পানিতে এইচ আর বিভাগে চাকরি করছে।
পড়াশোনার পাশাপাশি নিজেদের ডেভেলপমেন্টের দিকে সবচেয়ে বেশি ফেকাসড এইচ আর এম এর অধিকাংশ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ক্লাব প্রতিষ্টা এবং এগিয়ে নেওয়ার পিছনে সবচাইতে বেশি ভূমিকা পালন করে যাচ্ছে এই বিভাগের শিক্ষার্থীরা।