105 বার পঠিত
উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি> কুড়িগ্রামের উলিপুরে ২’শ ৬৭ বোতল ফেনসিডিল সহ শামীম রহমান(২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উলিপুর থানা পুলিশ।
পুলিশ গোপন সুত্রে জানতে পারে, জেলা শহর থেকে ঢাকা টু চিলমারী গামী নাইট কোচ বাসে মাদকের একটি চালান যাচ্ছে।এ সংবাদের ভিত্তিতে বুধবার ২২ মার্চ
সকাল ৯টা ১৫ মিনিটের সময় উলিপুর থানার এসআই (নিঃ) গোলক চন্দ্র বর্মণ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উলিপুর উপজেলার গুনাইগাছ স্কুল মোড়ে অবস্থান নেয়।ঢাকা টু চিলমারী গামী নাইট কোচ বাস থেকে নেমে ওই মাদক ব্যবসায়ী ফেনসিডিলসহ তিনটি ব্যাগ নিচে নামিয়ে দোকানে পান খাবার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২’শ ৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।ওই মাদক ব্যবসায়ী জেলার ফুলবাড়ী উপজেলার মধ্যকুটি চন্দ্র খানা গ্রামের সেকেন্দার বাদশার ছেলে ।তার বিরুদ্ধে এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ১০(গ)/৪১.ধারায় উলিপুর থানায় মামলা হয়েছে।