49 বার পঠিত
কক্সবাজারের উখিয়ার হিজলীয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এ দূর্ঘটনায় আরো এক জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত তিনজন হলেন, উখিয়ার পাগলির বিল গ্রামের সালমা খাতুন (৪৫) স্বামী মৃত জয়নাল উদ্দিন একই এলাকার আনোয়ারুল ইসলাম (২৫) পিতা গুরা মিয়া ও রামু উপজেলার ফতেকারকুল গ্রামের বিধুধর (৪০) পিতা মনিন্দ্র ধর। নিহত একজনের পরিচয় এখনো জানা যায় নি।
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মহিউদ্দিন মাহী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ হাসপাতালে রয়েছে।
আহত একজন হলেন রামু উপজেলার গর্জনিয়া সিকদারপাড়া গ্রামের রুল আলমের ছেলে হাবিব উল্লাহ (৩০)। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
শনিবার (২৭ আগস্ট) সকাল পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, টেকনাফমুখী ট্রাকের সঙ্গে উখিয়া থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আর আহত যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এবং মরদেহগুলো সুরতহাল করে মর্গে পাঠানোর উদ্যোগ চলছে।