93 বার পঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি>ঈদের পোশাক পেয়ে খুশি নূরানী মাদ্রাসার শিশুরা।কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে অবস্থিত নুতন অনন্তপুরের কবিরাজ পাড়া রহমতুল্লাহ নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রতিবছরের মতো এবারো উপহার হিসেবে ঈদের পোশাক দেয়া হয়েছে।
আজ সকাল ১১টায় অতিথি হিসেবে উপস্থিত থেকে পোশাক বিতরণ করেন মাদ্রাসার অন্যতম কর্ণধার মোঃ রাশেদ আলী সরকার।
জানা গেছে, কবিরাজ পাড়া রহমতুল্লাহ নূরানী মাদ্রাসার অন্যতম হিতাকাঙ্খী অষ্ট্রেলিয়া প্রবাসী আকতারা ইয়াছমিন বেবীর সহযোগিতায় মাদ্রাসার ১’শ ১০ জন শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবী ও ফ্রক ঈদের উপহার হিসেবে প্রদান করা হয়েছে। এসব পোশাক পেয়ে শিশুরাও খুব আনন্দিত বলে এ প্রতিবেদককে জানিয়েছেন। উল্লেখ্য, এ ধর্মীয় প্রতিষ্ঠানে এলাকার স্বল্প আয়ের বাবা-মার বাচ্চারা পড়াশোনা করে।