1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
ইসিতে রওশন-জিএম কাদেরের পাল্টাপাল্টি চিঠি - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৪ পূর্বাহ্ন

ইসিতে রওশন-জিএম কাদেরের পাল্টাপাল্টি চিঠি

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

 22 বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টির মনোনয়নে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কে হবেন, তা নিয়ে ইসি’তে পাল্টাপাল্টি চিঠি পাঠিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

আজ শনিবার (১৮ নভেম্বর) মনোনয়নে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর জমা দেন জাপার মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু।

চিঠিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন করবেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।এরপরই জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের পক্ষ থেকে আরেকটি চিঠি পাঠানো হয় ইসিতে।

সেখানে বলা হয়, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রওশন এরশাদের স্বাক্ষরই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাছাড়া আওয়ামী লীগের সাথে জোট বেঁধে নির্বাচন করার কথাও বলা হয় চিঠিতে।

এই বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেন, জাতীয় পার্টির পাল্টাপাল্টি চিঠি নিয়ে নির্বাচন কমিশন বিবেচনা করবে। তবে প্রার্থী ও প্রতীক চূড়ান্ত করার ক্ষেত্রে দলের চেয়ারম্যান, মহাসচিব এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠি বিবেচিত হবে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park