125 বার পঠিত
ইসলামি বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির উদ্দ্যোগে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি অনুষ্ঠিত হয় মীর মশাররফ হোসেন ভবনের চতুর্থ তলায় । সেখানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ, মডারেটর হিসেবে ছিলেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খালিদ হোসেন জুয়েল সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন বিদেশে উচ্চ শিক্ষার গুরুত্ব, পদ্ধতি, গবেষণার কৌশল, আইইএলটিএস, প্রফেসর অনুসন্ধানের উপায়, গবেষণার জন্য উপযুক্ত বিশ্ববিদ্যালয় এবং গবেষণার জন্য যথাযথ দেশ সম্পর্কে জানা সকল শিক্ষার্থীদের জন্য জরুরী। তিনি আরও বলেন, প্রত্যেক শিক্ষার্থীদের উচিৎ আন্তর্জাতিক র্যাঙ্কিং এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে কমপক্ষে একটি মাস্টার্স কোর্স সম্পন্ন করা। তবে র্যাঙ্কিং এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান ধরে রাখতে সকলকে তাদের সিভি সমৃদ্ধ করতে হবে বলে জানান ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদের মডারেটর ড. খালিদ হোসেন জুয়েল বলেন, দেশের ১৮ টি বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবরেশন করে বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি কাজ এগিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ এসব সেমিনার পরিচালনা করে থাকেন। গবেষণা সম্পর্কিত কার্যক্রম গ্রহণ এবং বাস্তবায়নে ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখা এবং বাস্তবায়ন করতে সহায়তা করাই একমাত্র লক্ষ্য বলে তিনি মনে করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আলমগীর হোসেন ভূইয়া বলেন, শিক্ষার্থীদের উদ্দেশ্য হতে হবে জ্ঞান সৃষ্টি এবং জ্ঞান বিতরণের জন্য । এ কারণে গবেষণা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেক শিক্ষকদের গবেষণা ও গবেষণার কৌশল তার নিজ বিভাগে উপস্থাপন করা উচিৎ বলে মনে করেন। যাতে ওই বিভাগের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন ও গবেষনায় উদ্ভুদ্ধ হতে পারে।