55 বার পঠিত
নোয়াখালী (হাতিয়া) প্রতিনিধ:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার,দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা
সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন,হাতিয়ার অন্যতম সমস্যা নদী ভাঙ্গণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সন্ত্রাস চাঁদাবাজমুক্ত হাতিয়া বির্নিমাণ সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে
আজ সোমবার (১১ই নভেম্বর বিকেল সাড়ে সময়,ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে গণসমাবেশ করেন
উক্ত গণসমাবেশে সভাপতিত্ব করেন
উপদেষ্টা,ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতিয়া উপজেলা,মাওলানা শফিউল্যাহ আল-মোস্তফা ও
সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতিয়া উপজেলা মাওলানা নূরুল ইসলাম শরীফ,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর (পীর সাহেব চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম,
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন:
প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ,অধ্যাপক মাহবুবুর রহমান ও
সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী জেলা দক্ষিণ,এইচ.এম. কাউছার আহমাদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মুফতী মুহাম্মাদ কাশেম, মুফতী শাহেদুল ইসলাম,আব্দুল্লাহ আল-মাসউদ,হাফেজ বেলাল হোসাইন,মাওলানা মুহাম্মাদ ইব্রাহীম, মুফতী মুহাম্মাদ ইলিয়াস, মাওলানা নাহিদুল ইসলাম মাওলানা শরীফুল ইসলাম,হাফেজ মাওলানা নিজাম উদ্দিন, মুহাম্মাদ আবুজর গিফারী (সুমন),মাওলানা শাহ ওয়ালী উল্যাহ, হাফেজ মুহাম্মাদ ইদ্রিস আলী,
সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকে ইসলামী আন্দোলনের সমর্থকরা বিভিন্ন অঞ্চল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে এসে উপস্থিত হয়। বাদ আছরের পরে উপজেলা পরিষদ চত্বরে অনেকটা লোকে লোকারন্য হয়ে যায়।
সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে
নির্বাচন ব্যবস্থা বাতিল। সংখ্যানুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ৫ আগষ্ট আন্দোলনে সকল গণহত্যার বিচার করতে হবে।
এছাড়া আওয়ামীলীগ সরকারের দুর্নীতি বাজদের বিচারের আওতায় এরে তাদের সম্পদ বায়েজাপ্ত করতে হবে। তারা আরো বলেন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারা দেশে ইসলামী আন্দোলন বিভিন্ন উপজেলায় এ ধরনের গন সমাবেশের আয়োজন করছে। সন্ধ্যার পর শুরু পর্যন্ত চলে