26 বার পঠিত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখার নেতাকর্মীরা। গতকাল রাতে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছিলো সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি পার্শ্ববর্তী শেখপাড়া এলাকা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
কর্মসূচি থেকে ইসকন নিষিদ্ধের দাবি, আইনজীবী হত্যা এবং জুলাই গণহত্যায় শহীদদের বিচারের দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা ইসকনকে একটি ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী সংগঠন হিসেবে অভিহিত করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সংগঠনটি নিষিদ্ধ করার দাবি জানান।
ইবি ছাত্রশিবিরের সভাপতি আবু মুসা বলেন, “ইসকন দেশের স্বাধীনতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। দ্রুত ব্যবস্থা না নিলে এটি দেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলবে। বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষক সমিতির নির্বাচনে কোনো আওয়ামী লীগপন্থী শিক্ষক অংশগ্রহণ করলে শিক্ষার্থীরা তা কঠোরভাবে প্রতিহত করবে। “
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট বলেন, “জুলাই ছাত্র আন্দোলনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মূল ভূমিকা পালন করেছে। দেশপ্রেমিক ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বার্থ রক্ষায় এগিয়ে আসতে হবে।”