40 বার পঠিত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে শাখা ছাত্রদল।
সোমবার (২৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতাকর্মীরা এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় তারা শহীদ জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলির সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তাছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শাহীনুজ্জামান , শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, আনারুল ইসলাম, আহসান হাবিব, রুকন উদ্দিন, সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।
এসময় ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের গৌরবান্বিত ইতিহাসের কথা স্মরণ করে বলেন, “শহীদ জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রপতি নন, তিনি দেশের শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনার জন্য কাজ করেছেন।”
এছাড়াও , গত শুক্রবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।