1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
ইবি‌তে প্রক্টর ও শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ - দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম বিনয়কাঠি ব্লাড ডোনার্স ফাউন্ডেশন(BBDF) এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও সদস্য সংগ্রহের কর্মসূচী পালিত তিতুমীর শিক্ষার্থীদের ধৈর্যধারণ করতে হবে: তথ্য উপদেষ্টা নাহিদ তিতুমীর শিক্ষার্থীরা আন্দোলনে লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সদরপুরে ২৫০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেফতার ইবি‌তে প্রক্টর ও শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ অন্তর্র্বতী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয়: আসিফ মাহমুদ সাবেক মহিলা এমপি নাজমীন আটক কিশোরগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামির প্রার্থী ঘোষণা আওয়ামী লীগের মতো জবরদখল ও মাস্তানি করা যাবে না:মির্জা ফখরুল নিজের বিয়ে নিয়ে অবশেষে ফেসবুকে স্ট্যাটাস দিলেন সারজিস আলম

ইবি‌তে প্রক্টর ও শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো. হাছান
  • প্রকাশ রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

 19 বার পঠিত

ইবি প্রতিনিধি >ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর ও শিক্ষকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এই হামলা পূর্বপরিকল্পিত এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। শিক্ষার্থী মুবাশ্বির আমিন বলেন, “গতকালের ঘটনার মীমাংসার পরও পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই। দোষীদের বহিষ্কার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

আরেক শিক্ষার্থী শাহ ফরিদ বলেন, “শিক্ষকদের মধ্যস্থতায় সমঝোতার পরও এই হামলা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”

প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, এ বিষয়ে আমরা আবারও বসবো। ছাত্র উপদেষ্টা ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টির সমাধান করা হবে। 

উল্লেখ্য, শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে সিট সংক্রান্ত বিরোধের জেরে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানসহ অন্তত পাঁচজন শিক্ষক-শিক্ষার্থী আহত হন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park