1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
ইবিতে ঝিনাইদহ রুটে তীব্র বাস সংকট , শিক্ষার্থীদের ভোগান্তি চরমে - দৈনিক দেশেরকথা
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ‘পাওয়ার অব অ্যাটর্নি’ নিয়ে অন্তর্বর্তী সরকারের নতুন সিদ্ধান্ত ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা ৫০ বছরের মধ্যেও সন্দ্বীপের সঙ্গে নিরাপদ যোগাযোগ গড়ে না ওঠা লজ্জার: প্রধান উপদেষ্টা কিশোরগঞ্জে নববধূর স্পর্শকাতর স্থানে মলম লাগায় স্বাস্থ্যকর্মী আটক ঈদে ট্রেন যাত্রা শুরু আজ শেখ হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়েছিলেন শেখ মুজিব দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভুল তথ্য’ শুধু তথ্য বিকৃতই করে না, বরং সামাজিক উন্নয়ন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে: রিজওয়ানা হাসান সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান

ইবিতে ঝিনাইদহ রুটে তীব্র বাস সংকট , শিক্ষার্থীদের ভোগান্তি চরমে

মোঃ হাছান
  • প্রকাশ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

 172 বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঝিনাইদহ রুটে রাতের শিডিউলে বাস সংকটের জন্য প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। রাতের শিডিউলে একটি মাত্র বাস থাকায় প্রতিদিন গাদাগাদি করে দাঁড়িয়ে ক্যাম্পাসে ফিরতে হয় শহরে অবস্থানরত শিক্ষার্থীদের ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৭টা ত্রিশ মিনিটে ঝিনাইদহ রুটে বিশ্ববিদ্যালয়ের একটি বাস শিক্ষার্থীদের ক্যাম্পাসের উদ্দেশ্যে আনতে গেলে বাসের মধ্যে শিক্ষার্থীদের জায়গা না হওয়াতে ক্ষুব্ধ হয়ে বাসটি অবরুদ্ধ করে শিক্ষার্থীরা । এ সময় বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি বাস ঝিনাইদহের উদ্দেশ্যে অবস্থানরত শিক্ষার্থীদের আনতে গেলে তারা বাসটি ছেড়ে দেয় । 

এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, পরিবহন প্রশাসনের কাছে বারবার অভিযোগ করা হলেও ঝিনাইদহ রুটে রাতের শিডিউলে বাস বৃদ্ধি করা হয়নি। 

এ বিষয়ে ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এম এ এইচ খান ইমন বলেন, ঝিনাইদহ রুটে রাতের শিডিউলে একটি মাত্র বাস থাকায় প্রতিদিন দাড়িয়ে আসতে হয়। দীর্ঘদিন ধরে আমাদের এই রুটে পরিবহন সংকটের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. ইয়াকুব আলী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট দীর্ঘদিনের। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব কীভাবে পরিবহন সংকট নিরসন করা যায় ।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park