38 বার পঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (২৪ নভেম্বর) আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল কাইয়ুম। প্রধান অতিথি ছিলেন ড. মাওলানা ঈসা শাহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অনুষদের ডিন ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফি, অধ্যাপক ড. এ. বি. এম জাকির হোসেন, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, এবং অধ্যাপক মো. রফিকুল ইসলাম।
র্যালি শেষে আলোচনা সভায় বক্তারা ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার গুরুত্ব তুলে ধরেন। সভাপতির বক্তব্যে আবদুল কাইয়ুম বলেন, “তালাবা ইসলামী শিক্ষার প্রসারে কাজ করছে এবং দেশের ঐতিহাসিক অর্জনগুলোতেও ভূমিকা রেখেছে।”