96 বার পঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুরুত্বপূর্ণ ও ধর্মীয় স্থাপনাসমূহ পবিত্রতা রক্ষায় খেলাধুলা ও আড্ডা দেওয়া নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (২২ অক্টোবর) রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও ধর্মীয় স্থাপনাসমূহ মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল, কেন্দ্রীয় শহীদ মিনার, মুক্ত বাংলা, স্মৃতি সৌধ, শেখ রাসেল ম্যুরাল, মুক্তির আহবান, শাশ্বত মুজিব, কেন্দ্রীয় মসজিদ ও সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনালয়ে পবিত্রতা রক্ষা সহ সার্বিক নিরাপত্তার স্বার্থে উল্লেখিত স্থান সমূহে শিক্ষার্থীদের খেলাধুলা ও আড্ডা না দেওয়ার জন্য আদিষ্ট অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য আরো বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের যেন এ বিষয়ে অবগত করা হয়।