1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. jonehaidar42@gmail.com : Daynik DesherKotha : Daynik DesherKotha
ইকোপার্ক রক্ষার দাবীতে মানববন্ধন করেছে জনতা - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম মাধবপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত নীরব প্রতিবাদের প্রতীক : আবু সাঈদ মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: নাহিদ ইসলাম চা পাতার নির্যাসে তৈরি সিলভার কণায় দ্বিগুণ বৃদ্ধি পাবে জারবেরা ফুলের জীবনকাল নবীনগরে তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে কৃষক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সিরাজগঞ্জে জুলাই ম্যারাথনে বাঁধের পথে বাঁধভাঙা শুক্রবারের ফজিলত নিয়ে রাসূল (সা.)-এর গুরুত্বপূর্ণ হাদিস রাজবাড়ীতে এনসিপির পথসভায় ভাবি স্লোগানে মাতলেন কর্মীরা রাখাইনে জান্তার নৌঘাঁটি ঘিরে রেখেছে আরাকান আর্মি, তীব্র সংঘর্ষ চকরিয়ার রাজপথ প্রকম্পিত হয়েছে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলে

ইকোপার্ক রক্ষার দাবীতে মানববন্ধন করেছে জনতা

ইলিয়াস খান
  • প্রকাশ সোমবার, ২৫ জুলাই, ২০২২

 164 বার পঠিত


ঝালকাঠিতে “ধানসিড়ি ইকোপার্ক রক্ষা ও নদী বাচাঁও আন্দোলন” কমিটির উদ্দোগে মাববন্ধন করেছে স্থানীয় জনতা। সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মাননববন্ধন কর্মসূচী পালিত হয়।

কমিটির সভাপতি মো. ইলিয়াস সিকদার ফরহাদ’র নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দিয়েছে কমিটির সদস্য সচিব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, যুগ্মআহবায়ক কবি ও লেখক মুহাঃ আল-আমিন বাকলাই, প্রশান্ত দাস হরি, কেওড়া ইউপি চেয়ারম্যন আবু সাঈদ খান, গাবখান ধানসিঁড়ি ইউপি চেয়ারম্যন আবুল কালাম মাসুম, মুক্তিযোদ্ধা দুলাল সাহাসহ অনেকে।

মানববন্ধনে বক্তৃতাকালে কেওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান বলেন, ঝালকাঠির প্রস্তাবিত ইকোপার্ক নিয়ে মামলায় সরকারী জমি অর্থের বিনিময়ে ব্যাক্তি মালিককে রায় যারা দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পৃথক অন্দোলন কর্মসূচী দেয়া হবে।

অন্য বক্তারা বলেন, ‘পরিবেশ রক্ষায় ইকোপার্কটি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এবং ভুমি খেকোদের হাত থেকে জমি দখলমুক্ত করতে সরকারের দৃষ্টি দিতেহবে। 

উল্লেখ্য, ঝালকাঠিতে ২০০২ সালে পাঁচ নদীর মোহনায় জেগে ওঠা চড়ে তৎকালীণ জেলা প্রশাসনের পক্ষ থেকে “ন্যশনাল ধানসিড়ি ইকোপার্ক” নামে একটি পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো

কিন্তু পার্কের প্রকল্প এলাকার ২৫ একর জমির মলিকানা দাবি করে পরের বছর আদালতে একটি মামলা করেছিলো স্থানীয় একটি মহল। কুড়ি বছর আইনি জটিলতার পর চলতি ২০২২ সালে এ মামলায় হেরে যায় সরকার পক্ষ। প্রস্তাবিত ঐ পার্কের ২৫ একর জমি আদালতের কাছ থেকে ডিক্রী পেয়েছে ঝালকাঠি পৌর মেয়রের ছেলে ব্যবসায়ী মনিরুল ইসলাম তালুকদার।

এই খবরে ঝালকাঠির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয় । সকলে মিলে সিদ্ধান্ত নেয় সামাজিক আন্দোলনের মাধ্যমে ইকোপার্ক বাস্তবায়ন করতে হবে।

পরবর্তীতে গত ১৬ জুলাই সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় “ধানসিড়ি ইকোপার্ক রক্ষা ও নদী বাচাঁও আন্দোলন” নামে একটি সামাজিক আন্দোলন প্লাটফর্ম গঠন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা। নবগঠিত এই কমিটি ২৫ জুলাই সোমবার মানববন্ধনের আয়োজনটি করেছে। 

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park