232 বার পঠিত
টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরে রাজধানীতে অর্ধেক দামে মসুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ বিক্রি করবে সরকার। সোমবার (১৩ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে ঢাকায় ৩০টি ট্রাকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। প্রতিটি ট্রাকে ৩০০ জন এ পণ্য পাবেন। শুক্র ও শনিবার বাদে অন্য দিনগুলোয় এসব পণ্য বিক্রি হবে। একেক দিন ঢাকার একেক স্পটে এসব বিক্রি চলবে।
তপন কান্তি ঘোষ বলেন, যে কেউ ২ কেজি করে মসুর ডাল, আলু ও পেঁয়াজ এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। আলু প্রতি কেজি ৩০ টাকা, পেঁয়াজ ৫০, মসুর ডাল ৬০ এবং প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০০ টাকা। তবে চিনি দেয়া যাচ্ছে না।