27 বার পঠিত
রাখি সাওয়ান্তের দায়ের করা মামলায় তার স্বামী আদিলকে জেলে পাঠিয়েছেন আদালত। সম্প্রতি জেল থেকে আদিল ফোন করে কথা বলেন রাখির সঙ্গে। তিনি জানান, ফেরত আসার কথা।
কিন্তু রাখি তাকে কিছু শর্ত দিলে তা প্রত্যাখ্যান করেন তার স্বামী। যার প্রতিক্রিয়ায় রাখি জানান, আমি ডিভোর্স দেবো না। আর কোনোদিন বিয়েও করবো না। তবে অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখবো।