1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
আমার প্রতিদ্বন্দি কাজী জাফর উল্লাহ্ ফরিদপুর-৪ আসনে যে মার্কা নিয়ে নির্বাচন করুন এজেন্ট খুজে পাবেননা:এমপি নিক্সন চৌধুরী - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যেগে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন।  বাগেরহাটের মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন  অভিযোজন প্রকল্পের অবহিতকরণ আজ ৭ই জুন,ঐতিহাসিক ৬ দফা দিবস। বরিশাল সিটি নির্বাচনে ভোটারদের মাঝে উৎকন্ঠা; ভোট যুদ্ধে হবে হাড্ডাহাড্ডি লড়াই। বানিয়াচং বড় বোনের জন্ম নিবন্ধন দিয়ে ছোট বোনের বিয়ে এবারের বাজেট সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট: কাদের এবার মধ্যবিত্তরা তছনছ হবে খরচের ধাক্কায় ভোলায় তাবলিগ জামায়াতে আসা ১৫ জন মুসল্লিকে নেশাদ্রব্য খাইয়ে টাকা-পয়সা লুট ভারতে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে প্রতিবন্ধী পরিবারে সন্ত্রাসী হামলা, স্বর্ণালঙ্কার লুট ২ প্রতিবন্ধী সহ আহত ৫

আমার প্রতিদ্বন্দি কাজী জাফর উল্লাহ্ ফরিদপুর-৪ আসনে যে মার্কা নিয়ে নির্বাচন করুন এজেন্ট খুজে পাবেননা:এমপি নিক্সন চৌধুরী

শিমুল তালুকদার
  • প্রকাশ শনিবার, ৬ মে, ২০২৩
desh

 40 বার পঠিত

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমার প্রতিদ্বন্দি কাজী জাফর উল্লাহ্ ফরিদপুর-৪ আসনে যে মার্কা নিয়ে নির্বাচন করুক না কেন এজেন্ট খুজে পাবেনা। তিনি বলেন, আমি এ আসনে এবার নৌকার মনোনয়ন চাইব, মনোনয়ন না পেলে জনগণের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন করবো এবং বিজয়ী হব ইনসাল্লাহ্ । তিনি আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনে জনগণ আমাকে না দেখে, না চিনে ৩০হাজার ভোট বেশি দিয়ে এমপি নির্বাচিত করেছে। গত ৯বছরে আমি জনগণকে সাথে নিয়ে অত্র এলাকার উন্নয়ন ও জনগণকে মূল্যায়ন করেছি। আমার উন্নয়নের মূল্যায়ন করে জনগণই আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করবেন। তিনি কাজী জাফরউল্লাহকে উদ্দেশ্য  করে বলেন, আপনি ও আপনার স্ত্রী এখানকার এমপি হয়েছেন। কয়টি সড়ক, সেতু ও কালবার্ড করেছেন জনগণ তা দেখতে চায়। ভোটের সময় বসন্তের কোকিল হয়ে ভোট চাইতে আসবেন। আপনি মহমারি করোনার সময় কোথায় ছিলেন। তা জনগণ জানতে চায়। তিনি বলেন, আগামীতে আমার পাশাপাশি শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনার জন্য সকল জনগণকে ঐক্যবদ্ধ হতে আহবান জানান। শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকলে আপনাদের উন্নয়ন ব্যাহত হবে।

তিনি গত শুক্রবার বিকেলে সদরপুর উপজেলার বাইশরশি শিব সুন্দরী একাডেমী মাঠে ভাঙ্গা উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মীর আশরাফ আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কিবরিয়া মাতুব্বর, সাবেক সংরক্ষিত মহিলা সদস্যা রাজিয়া সুলতানা, সদরপুরের সাহেব বিশ্বাস, রণজিৎ দাস, কামরুল তালুকদারের নেতৃত্বে প্রায়  শতাধিক আওয়ামীলীগ-যুবলীগের নেতা কর্মী ও বিএনপির কিছু সমর্থক এমপি নিক্সনের রাজনীতিতে বিশ্বাস রেখে তার পক্ষে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল্যাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম শাহাবুর এর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এম এম হাবিবুর রহমান, সদরপুর জেলা পরিষদ সদস্য একলাছ ফকির, ভাঙ্গা জেলা পরিষদ সদস্য আশিক ইকবাল স্বপন মোল্যাসহ বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান ও তাদের হাজার হাজার সমর্থকরা উপস্থিত ছিলেন। জনসভা শুরু পূর্বে বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের এর নেতৃত্বে বাদ্যযন্ত্র সহ হাজার হাজার  আওয়ামী লীগ , যুবলীগ ও বিএনপির নেতাকর্মী এমপি নিক্সনের রাজনীতি, উন্নয়ন ও মূল্যায়নের উপর আস্থা রেখে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park