1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
আদালতের পেশকারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ - দৈনিক দেশেরকথা
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ‘পাওয়ার অব অ্যাটর্নি’ নিয়ে অন্তর্বর্তী সরকারের নতুন সিদ্ধান্ত ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা ৫০ বছরের মধ্যেও সন্দ্বীপের সঙ্গে নিরাপদ যোগাযোগ গড়ে না ওঠা লজ্জার: প্রধান উপদেষ্টা কিশোরগঞ্জে নববধূর স্পর্শকাতর স্থানে মলম লাগায় স্বাস্থ্যকর্মী আটক ঈদে ট্রেন যাত্রা শুরু আজ শেখ হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়েছিলেন শেখ মুজিব দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভুল তথ্য’ শুধু তথ্য বিকৃতই করে না, বরং সামাজিক উন্নয়ন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে: রিজওয়ানা হাসান সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান

আদালতের পেশকারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

মোঃ জহিরুল ইসলাম চয়ন
  • প্রকাশ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

 185 বার পঠিত

পটুয়াখালী প্রতিনিধি

গলাচিপা উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট আদালতকে ঘূষ, দূনর্ীতির আখড়ায় পরিনত করেছে পেশকার মো.জাফর। তার বিরুদ্ধে গলাচিপার সকল আইনজীবী ও আইনজীবী সহকারীরা পটুয়াখালী জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, কোন মক্কেল এ আদালতে মামলা করলেই পেশকার জাফর ও সাথে থাকা সহযোগিরা বাদী ও বিবাদীর সাথে যোগযোগ করে অবৈধ অর্থ লেনদেন, ফৌ:কা:বি: ১০৭ধারা মামলায় ১ হাজার থেকে ২হাজার টাকা নিয়ে শোকজ নইলে তদন্ত, ১৪৪/১৪৫ ধারায় মামলায় দাখিলা ছাড়াই রিসিভার আদেশ, প্রয়োজনীয় কাগজ পত্র থাকা সত্বেও টাকা না পেলে মামলায় নম্বর না ফালানো, ফটোকপিতে ৫/৬শত টাকা, সই মহরের কপি নথিতে ৫হাজার থেকে ১০হাজার টাকা পেশকার জাফর নিয়ে থাকে। এতে তিনি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এবং পটুয়াখালী সদরে পাঁচ তলা ফাউন্ডেশনের ফ্লাট বাড়ী নিমার্ন, ব্যাংক ব্যালেন্স ও জায়গা কিনেছেন। ইতিপূর্বে তার বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জেলা প্রশাসকের নিকট দিলেও তদন্ত ভার দেয় ইউএনও উপর । তা কোন দিন  আলোর মুখ দেখেনি। 

পেশকার শুধু লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেনটি তিনি পৌরসভার সহিদ সিকদারের স্ত্রী মিনারা বেগমের (৫০) (মক্কেল) গায়ে হাত দিয়ে গলাচিপায় সমালোচিত হন। তাও সেনা ক্যাম্পে অভিযোগ দিয়ে ইউএনও শালিসীর নামে ধামাচাপা দিলে তার বিচার হয়নি। এক কথায় গলাচিপার ২২আইনজীবী ও সহকারী আইনজীবীরা পেশকার জাফরের কাছে সকলে জিম্মি। 

সিনিয়র এ্যাড. মোকলেছুর রহমান জানান, পেশকার জাফর মামলার ক্ষেত্রে আইনজীবী ও সহকারী আইনজীবীদের সহযোগিতা তো দূরের কথা  অসৎ আচরণ করতেও দ্বিধাবোধ করেন না। 

গলাচিপা উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো.জাফর জানান, আমি কোন অনিয়মের সাথে জড়িত নই। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপ করতে পারেন। 

এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, গলাাচিপা নিবার্হী ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো.জাফরের বিরুদ্ধে এক্যাশন নিচ্ছি।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park