179 বার পঠিত
প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেতে যাচ্ছে অরুণা বিশ্বাস পরিচালিত প্রথম সিনেমা ‘অসম্ভব’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের প্রায় ২০টি হলে।
সিনেমাটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আব্দুন নূর, শাহেদ শরীফ খান, স্বাগতা, শহীদ কাদরী, নাফিস আহমেদ এবং একটি বিশেষ চরিত্রে যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাস। অরুণা জানান, এটি প্রেম-সংঘাত, মান-অভিমান, নিজ সংস্কৃতি এবং দেশপ্রেমের গল্পে মোড়ানো পাশের বাড়ির পরিচিত এক গল্প।