174 বার পঠিত
বাখর খানি,জিনজিরা থেকে আনি,সুস্বাদু জানি ৷ খেতে ভাল লাগে, বার বার ইচ্ছে জাগে ৷বেশি ভাল পুরান ঢাকায়,মাঝে মাঝে আনি বাসায় ।কয়েক রকম আছে,ভাল লাগে আমার কাছে।চায়ের সাথে খাই,দুধ দিয়ে আরো মজা পাই।খেতে পারেন একটি বার,সত্যিই চমৎকার।এই ছিল আজকের লেখা,হইয়েছে কি আপনার দেখা । ?