30 বার পঠিত
আমি তো আকাশ হতে পারিনি যে আমার গায়ে
মিটিমিটি আলোর শোভা ছড়াবে তারা।
বৃক্ষও হতে পারিনি যে শোভাময়ী ফুলে ফুলে ভরে
দেব শাখ-প্রশাখায়
তার সুঘ্রাণে ভরে যাবে বাতাস,
ঘণ পল্লবের আড়ালে পাখিরা বাঁধবে বাসা,
গ্রীষ্মের প্রখর রৌদ্রতাপে ক্লান্ত পথিক আর মাঠের
চাষী স্বস্তিতে বিশ্রাম নিবে,
খাদ্য জল দিয়ে আমাকে সাবলীল রাখবে।
আমি ক্ষুদ্র আগাছা
অবজ্ঞায় সমাজের কাছে কোনঠাসা হয়ে বেঁচে থাকা।
কেউ চায় না সাহায্য সহানুভূতি দিয়ে বড় করতে
বরং অন্ধের মত দু’পায়ে থেৎলে চলে।