170 বার পঠিত
এবার বিদেশে যাওয়ার অনুমতি পেলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী।প্রয়াত অভিনেতা সুশান্তের প্রেমিকা রিয়াকে ছাড়পত্র দিয়েছে ভারতের এনডিপিএস আদালত।
সমপ্রতি একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে ডাক পেয়েছেন রিয়া। তার জন্য আবু ধাবিতে যেতে চেয়ে আবেদন করেছিলেন তিনি।
তার আবেদনে সায় দিয়েছে আদালত। তবে ২–৫ জুন, মাত্র তিন দিনের জন্য আবু ধাবি যাওয়ার অনুমতি পেয়েছেন এই অভিনেত্রী।
এনডিপিএস–এর অনুমতির পর নিজের পাসপোর্ট হাতে পেলেও বেশ কিছু শর্ত মানতে হচ্ছে রিয়াকে। সফরসূচিসহ এই সংক্রান্ত যাবতীয় তথ্য জানাতে হবে আদালতকে।
পাশাপাশি আবু ধাবিতে গিয়েও ভারতীয় দূতাবাসে প্রতিদিন হাজিরা দিতে হবে এই অভিনেত্রীকে।
এছাড়া, ১ লাখ রুপি নগদ জমা রাখতে হবে সিকিউরিটি ডিপোজিট হিসেবে। প্রেমিক সুশান্তের অকালমৃত্যুর পর গ্রেফতার হয়েছিলেন রিয়া। এক মাস কারাবাসের পর জামিনে মুক্তি পান তিনি।